1. admin@deshbarta.news : admin :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন না থাকায় আটকে আছে অসহায় লিমার প্রতিবন্ধী ভাতা রামগড়ের প্রত্যন্ত গ্রামের দীপু ত্রিপুরা ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরা শ্রীমঙ্গলে গন্ধগোকুল ও আজগর সাপ উদ্ধার চা শিল্পের উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী উদ্যোগ,,,বানিজ্যমন্ত্রী টিপু মুনশী ঝালকাঠিতে স্থানীয় সমস্যা সনাক্তকরণ কর্মশালা মগধরা স্কুল এন্ড কলেজে দ্বীপবন্ধু একাডেমিক ভবন উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ৩ নারীসহ ১১ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলের নাহিয়ানের নিউইয়র্কে বিবিএ ডিগ্রি অর্জন সিলেটে দু’দিন ব্যাপী বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে কাজী আলতাফের বিরুদ্ধে মানববন্দন

দেশ বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪৪০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ চটগ্রামে আকবর শাহ থানা এলাকায় সবুজ পল্লী শ্রমজীবি সমবায় সমিতি ও প্রত্যাশা কর্মজীবি সমবায় সমিতির  নামে দুইটি সংগঠনের প্রায় এক কোটি  টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন সমিতির সদস্যরা। বুধবার( ১৭ মে) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের  সামনে সংগঠনের সভাপতি কাজী আলতাফ হোসেন এর  বিরুদ্ধে এই মানববন্ধন করেন তারা।

সমিতির সদস্যরা জানান, নিজেদের আর্থিক কল্যাণে এককালীন ১০০০  টাকা ও বাসস্হান বাবদ একএকজন কাছ থেকে ৩০ হাজার,৫০ হাজার, ও ৭০ হাজার টাকা  সঞ্চয় জমা রাখার নিয়মে একটি সমবায় সমিতি করেন তারা। বাস্তহারা, দিনমজুরদের  অংশগ্রহণে করা হয় এই সমিতি। এতে সদস্য করা হয় পাঁচশতাধিক জনকে। ২০১৬ সাল থেকে এই সমিতি কার্যক্রম শুরু করে। কিছুদিন পর কয়েকজনকে উপদেষ্টা পরিষদ রেখে সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি করা হয় আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেনকে।

নতুন কমিঠি গঠন হওয়ার পর সমিতির টাকায়  সদস্যদের জন্য  জায়গা ক্রয় করার কথা থাকলেও এ পর্যন্ত কোন জায়গায় ক্রয় করা দূরের কথা সংগঠন অফিস এর অস্তিত্বও রাখেন সভাপতি।

মানব বন্ধনে সদস্যরা অভিযোগ করেন কাজী আলতাফ হোসেন সভাপতি হওয়ার কিছু দিন পর থেকে নিজের খেয়াল খুশি মতো কার্যক্রম চালিয়ে যান।

সভাপতির নিজের মত করে করা এসব অন্যায় কাজের বিষয়ে সদস্যদের চাপের মুখে কয়েকবার বৈঠকে বসলেও তিনি সদস্যদের টাকা ফেরত দিতে অস্বীকার করেন। সমিতির সদস্যদের চাপের  মুখে  গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হওয়া বৈঠকে তিনি সমিতির হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য কিছু দিন সময় নেন। পরে আর সেই হিসাব দেননি। ইতোমধ্যে এসব বিষয়ে আইনশৃংখলা বাহিনী ও স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিতভাবে জানানো হয়। কিন্তু তাতেও কোনো ফল পাওয়া যায়নি। বাদ্য হয়ে আজ তারা মানববন্ধন করেছেন।

প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে  উপস্হিত ছিলেন সমিতির সদস্য বাদশা মিয়া , রুহুল আমিন ড্রাইভার,  শাহ আলম, নুরুল হক,হাসিনা বেগম, মাইনুদ্দীন, মইনুল হক পিংকু,শাফিয়া খাতুন কহিনুর বেগম,আয়েশা বেগমসহ ,শতাধিক সদস্যরা।

তারা প্রেস ক্লাবের সামনে প্রায় এক ঘণ্টার মতো দাঁড়িয়ে ছিলেন। মানববন্ধনে প্রত্যাশার বর্তমান সভাপতি রুহল আমিন ড্রাইভার  অভিযোগ করে বলেন- কাজী আলতাফ হোসেন  আমাকে লক্ষ লক্ষ টাকার লোভ দেখিয়ে জোর করে প্রত্যাশার সভাপতি বানিয়েছে। আমি কিছুই জানিনা শুধু চেক এ স্বাক্ষর করি।  এ সময়  অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park