সাইফুল ইসলাম (চট্টগ্রাম সন্দ্বীপ প্রতিনিধি)
“স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে দুর্গমতর এলাকা উড়িরচরে নিয়মিত চিকিৎসক দল প্রেরণের মাধ্যমে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও ক্রমবর্ধমান অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের সূচনা স্বন্দীপ উপজেলার স্বাস্থ্য সেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
ভৌগোলিক অবস্থান বিবেচনায় স্বন্দীপ উপজেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে, চ্যালেঞ্জিং কার্যক্রমসমূহ দক্ষতার সাথে সমন্বয়ের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিনিয়ত আন্তরিকতার সাথে চেষ্টা করে যাচ্ছে।”
চট্টগ্রাম এর দুর্গম স্বন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে, “মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জাতীয় পুরস্কার” প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার অধীনে হেলথ সিস্টেম স্ট্রেন্থেনিং কার্যক্রমের আওতায় নির্বাচিত স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক অবস্থার উপর ফিজিকাল এসেসমেন্টের অংশ হিসেবে গত ২৩ সেপ্টেম্বর এমনই মন্তব্য করেন পরিদর্শক দল ।
পরিদর্শক দলে ছিলেন, ডা. জুবাইদা নাসরীন, পরিচালক, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ, ডা. নাজিয়া আন্দালিব, সহকারী পরিচালক, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ, ডা. মো. ফজলে রাব্বী, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এমবিটি), এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর এবং শিলা সরকার, ন্যাশনাল কনসালটেন্ট (এইচএসএস), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ।
এছাড়াও সিভিল সার্জন, চট্টগ্রাম- এর প্রতিনিধি হিসেবে, ডা. ফারহান নাসিম, মেডিকেল অফিসার, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উক্ত এসেসমেন্টে অংশগ্রহণ করেন।
স্বন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মানস বিশ্বাস, জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স) ডা: এস. এম. মোহাম্মাদ উল্লাহ মিজান, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা: মোহাম্মদ সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: কারিমুল মাওলা, মেডিকেল অফিসার (আইসিটি) ডা: মো: নাজমুল হুদা, মেডিকেল অফিসার ডা: ফখরুল ইসলাম ফারুক এবং ডেন্টাল সার্জন ডা: মোহাম্মদ জাহিদুল মাওলা- সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এই সময় উপস্থিত থেকে এসেসমেন্টে সর্বাত্মক সহযোগিতা করেন।