সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগ পৌরশহর,বীজবাগ নবীপুর সহ বিভিন্ন স্থানে কয়েকশো মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করে জনসংযোগ করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, তমা গ্রুপের কর্ণধার, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ছমিরমুন্সিরহাট,বালিয়াকান্দি,বকশির হাট,শান্তির হাট,নবীপুর বাজার, ফকিরহাট,মিয়ার হাট, ও সেনবাগ পৌর শহরে তিনি এ শোডাউন ও গণসংযোগ করেন।
এ সময় তিনি সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কয়েকটি পথসভায় মাননীয় প্রধানমন্ত্রী ও সেনবাগ সহ পুরো নোয়াখালীর উন্নয়নে সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবদান তুলে ধরেন।
এ সময় তিনি আগামী নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান এবং তিনি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সেনবাগের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গণসংযোগে তার সাথে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিহাব উদ্দিন, সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুর জামান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীর সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী।