1. admin@deshbarta.news : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মোটরসাইকেল বহর নিয়ে গণসংযোগ করলেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভালো নেই দেশের মানুষ: জি এম কাদের বর্ণিল আয়োজনে সেনবাগে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উদযাপন নলছিটিতে উপজেলা নির্বাহী অফিসারদের বরণ ও বিদায় অনুষ্ঠিত রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী  উদযাপিত যুক্তরাষ্ট্র প্রবাসী মনিরুজ্জামান চৌধুরী শিমুলের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার মতবিনিময় জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে সুচিন্তা ফাউন্ডেশন। মধ্যম জানারখীলে বাবু’কে কুপিয়ে জখমের ঘটনায় আটক ৩ তারেক জিয়াকে দেশে এনে শাস্তির দাবীতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে সেনবাগে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উদযাপন

দেশ বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯ বার পঠিত

সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি:এন এইচ সুমন. মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা বর্নিল আয়োজনে নোয়াখালীর সেনবাগে হিন্দু সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পূণ্যতিথি জন্মাষ্টমী উদযাপন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সেনবাগ উপজেলা শাখা।
বুধবার দুপুরে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম সাহা ও শংকর চন্দ্র মজুমদারের যৌথ সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সেনবাগ -সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ও আরটিভির চেয়ারম্যান, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম।
উদ্বোধক ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শ্রী রাখাল চন্দ্র বণিক।
বিশেষ অতিথি ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন, নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন, ,সেনবাগ হিন্দু বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক মাস্টার আশুতোষ ভৌমিক, সেনবাগ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান পাটোয়ারী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কেশারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলাল ভূঁইয়া, সেনবাগ কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস মোশাররফ হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর,মানিক চন্দ্র দাস,সেবারহাট পুজা উদযাপন কমিটির সভাপতি তপন কান্তি ভৌমিক,ডাক্তার দিলীপ কুমার ভৌমিক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী পুরষ।
এর আগে সেনবাগ উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে সেনবাগ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park