আব্দুল হামিদ সন্দ্বীপ:
২০০৫ সালে ১৭ আগষ্ট বিএনপি জামাত সরকারের আমলে দেশ ব্যাপী পাঁচশতাধিক স্হানে সিরিজ বোমা হামলার প্রতিবাদে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ উপজেলা কমপ্লেক্স দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন বেদনের সভাপতিত্বে হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন সোহাগ, মাষ্টার দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগ সভাপতি কামরুল হাসান আলাল, পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি সাকিল উদ্দিন খোকন ও এবি কলেজ ছাত্রলীগ সভাপতি নাইম খান প্রমুখ। উপস্হিত ছিলেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।