নিজস্ব প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার স্থপতি জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যােগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকাল ৪ টায় বাহাত্তারপোল বড় কবরস্থান এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক কাউন্সিলর আলহাজ্ব শহীদুল আলম, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, বাকলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ ইসহাক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানি।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে হায়েনার দল বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত হয়েছিল। কিন্তু তারা সফল হতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে স্বমহিমায় প্রতিষ্ঠিত। বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, সুখী-সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। জাতির পিতার স্বপ্নকে এগিয়ে নিতে হলে সকলে ঐকবদ্ধ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী গড়ে তুলতে হবে। কারণ বঙ্গবন্ধু বাঙালি জাতিকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। তাই তিনি শৈশবকাল থেকেই বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করার স্বপ্ন দেখতেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম বাংলার মানুষের মনে বেঁচে থাকবে। কারণ মানুষের হৃদয়ে গেঁথে আছে বঙ্গবন্ধুর নাম।
আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক মোঃ সোলাইমান হোসেন রাজু’র সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনসারুল হক, ১৯নং দক্ষিণ বাকলিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আজিম নুরু সওদাগর, প্রবীন আওয়ামী লীগ নেতা মোঃ মহসিন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ আকবর আলী আকাশ, সদস্য মোঃ আনোয়ার, শফিউল বশর, অধ্যাপক মোঃ নাজিম উদ্দীন, সদস্য সিরাজুল ইসলাম, মোঃ মুছা, আবদুল জব্বার খন্দকার, এম এ হান্নান, আনিস উদ্দিন পিন্টু, সরোয়ার উদ্দিন, মোঃ ইকবাল হোসেন ও সাগর আলী।
এসময় উপস্থিত ছিলেন, ১নং ইউনিট সহ সভাপতি ডাঃ শওকত ইমরান সুমন,
সাধারণ সম্পাদক মোঃ হারুন, ৩ নং ইউনিট সহসভাপতি এবায়দুল হক বাহাদুর, ৩নং ইউনিট সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রানা, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাহেদুল আলম সাহেদ, নগর যুবলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বখতিয়ার ফারুক, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য নয়ন ভট্টাচার্য, ইঞ্জিনিয়ার বিপ্লব দাশ বাপ্পি, জিয়াউল ইসলাম সম্রাট, ওমর ফারুক ফয়সাল, চান্দগাওঁ থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জয়নাল আবেদীন মানিক ও সাইফুল ইসলাম, যুবলীগ নেতা শওকত ইরফান রিয়াদ, আলমগীর টিপু, বাকলিয়া থানা ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ আজিজুর রহমান আজিজ, চকবাজার থানা ছাত্রলীগের সহ সভাপতি জসিম উদ্দিন তানভীর, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজ কাদের ও সাঃ সম্পাদক সুহৃদ বড়ুয়া,যুগ্ম সাঃ সম্পাদক আনিসুর রহমান শাওন, ১৯নং দক্ষিণ বাকলিয়া ছাত্রলীগের সভাপতি গোলাম রহমান রিজানসহ সর্বস্তরের নেতাকর্মীরা।