1. admin@deshbarta.news : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মোটরসাইকেল বহর নিয়ে গণসংযোগ করলেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভালো নেই দেশের মানুষ: জি এম কাদের বর্ণিল আয়োজনে সেনবাগে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উদযাপন নলছিটিতে উপজেলা নির্বাহী অফিসারদের বরণ ও বিদায় অনুষ্ঠিত রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী  উদযাপিত যুক্তরাষ্ট্র প্রবাসী মনিরুজ্জামান চৌধুরী শিমুলের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার মতবিনিময় জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে সুচিন্তা ফাউন্ডেশন। মধ্যম জানারখীলে বাবু’কে কুপিয়ে জখমের ঘটনায় আটক ৩ তারেক জিয়াকে দেশে এনে শাস্তির দাবীতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার তিন

দেশ বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৫১ বার পঠিত

এজি কায়কোবাদঃ গাজীপুরে আইসক্রিম বক্সের ভিতর থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলয়ন র‍্যাব-১। সোমবার (১৪ আগস্ট) ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর থানাধীন পোড়াবাড়ী বাজার উত্তর সালনা এলাকা থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পোড়াবাড়ি
ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিপিএম (সেবা)। আটককৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের মোঃ জাকির ভূঁইয়ার ছেলে মোঃ তাসলিম ভূঁইয়া(৩৩), একই জেলার মৃত মোমর উদ্দিন এর ছেলে ধন মিয়া(৬৭) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সাদোরগোলা গ্রামের মোঃ জাকির আহমেদ(২৯) ড্রাইভার।

র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের কর্মকর্তা এসআই রকি মণ্ডল জানান, অত্র ক্যাম্পের সম্মানিত কোম্পানী কমান্ডার মহোদয়-এর চৌকস নেতৃত্বে আমরা আসামিদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হই।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতের মাধ্যমে এসব তথ্য জানান, পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিপিএম (সেবা)। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ময়মনসিংহ মহাসড়কে সদর থানাধীন পোড়াবাড়ী বাজার উত্তর সালনা এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের দখল হতে ৪০ কেজি গাঁজা, একটি পিকঅপ ভ্যান ৪ টি মোবাইল,৭ টি মোবাইল এর সিম ও নগদ ৩ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।

গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো: ইয়াসির আরাফাত হোসেন জানান, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park