বিশেষ প্রতিনিধি – মোঃ হাসান বিন ইব্রাহিম।
আজ ১৭ আগস্ট ২০২৩ ইং সারা দেশে গণভবনে হতে সরাসরি একযুগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশে সকল জেলায় সার্বজনীয় পেনশন স্কীম চালু করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
9জেলা প্রশাসন উদ্দ্যেগ রাঙ্গামাটি পার্বত্য জেলা মাননীয় জেলা প্রশাসকের আয়োজিত সম্মেলন কক্ষ উক্ত কনফারেন্স আয়োজন করা হয়। উক্ত কনফারেন্স সভাই মাননীয় জেলা প্রশাসক, ওসি, মেয়র, উপজেলা চেয়ারম্যান, সরকারি উচ্চত্ব কর্মকতা, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ সমাজে গন্যমান্য ব্যক্তিবগরা উক্ত কনফারেন্স উপস্থিত ছিলেন।
সার্বজনীন পেনশন উদ্বোধন কালে মাননীয় প্রধানমন্ত্রী বলেন আওয়ামীলীগ সরকার জনগনকে যা কথা দেয় তাহা পালন করতে অঙ্গীকারবদ্ধ। ২০০৮ সালে ইশতেহার অনুযায়ী মহান জাতীয় সংসদ কতৃক আইন সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন,২০২৩ (২০২৩ সালে ৪ নং আইন প্রণয়ন) করেছি তা আজ বাস্তবায়ন করা হয়েছে। এতে দেশের মানুষ আরো অর্থনৈতিকভাবে উন্নয়নে যাত্রা আরো একধাপ এগিয়ে গেল বলে উল্লেখ করেন।
এই স্কীম প্রাথমিক ভাবে জনসাধারণ জন্য বিভিন্ন শ্রেনীর মানুষ জন্য চারটি প্যাকেজ অনুমোদন করা হয়, ১) সমতা, ২)সুরক্ষা, ৩)প্রগতি & ৪)প্রবাস।
সর্বজনীন পেনশন স্কীম মুল প্রতিপাতিত্ব বিষয় ছিল-
সুখে ভরবে আগামী দিন
পেনশন এখন সর্বজনীন।
সার্বিক তত্ত্বাবধান করবে জাতীয় পেনশন কতৃপক্ষ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
সহযোগিতার বাংলাদেশ ব্যংক।