মৌলভীবাজার প্রতিনিধিমৌ:লভীবাজার জেলার জুড়ীতে জুয়া খেলার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুড়ী থানা সুত্রে জানা যায়, রোববার (১৬ জুলাই) দুপুরে জেলার জুড়ী থানার এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর ধামাই চা বাগানের ৭ নম্বার লাইনের টিলার নিচ থেকে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত জুয়াড়ীরা হলেন, মো. আব্দুর রহিম (৩৯), আকতার হোসেন (৩৮), রইছ আলী (৩৬) ও ধনখাঁ (৫৫)। এসময় আটককৃত জুয়া খেলার আস্তানা থেকে নগদ ৩ হাজার ৫৪০ টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।