মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি ও কুলাউড়ায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) রাতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বদরুল মিয়া নামের ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত বদরুল মিয়ার বিরুদ্ধে কমলগঞ্জ থানার জিআর ১৩০/২১ মামলায় পেনাল কোডের ৩৮০ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। অন্যদিকে কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। বুধবার রাতে কুলাউড়া থানার এসআই হারুনুর রশিদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি এলাকা থেকে মাদক কারবারি মনু মিয়া (৪৫) গ্রেপ্তার হন। এসময় মনু মিয়ার হেফাজত থেকে ৯০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মনু মিয়ার বিরুদ্ধে দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়। কমলগঞ্জ ও কুলাউড়া থানা পুলিশের হাতে আটক দুই আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।