ইলিয়াছ সুমন সন্দ্বীপ।।
সন্দ্বীপ পৌরসভার ৭ নং ওয়ার্ডের নীড বাংলা সড়কের পাশে আদর্শ সড়কে একটি কালবার্ড গত দুই বছর যাবৎ ভেঙ্গে জনসাধারণের চলাচলের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একদিকে সড়ক টি কাঁচা অন্য দিকে যে কালবার্ড টি রয়েছে তার উপর ছাঁদ তো দুরের কথা, ছাঁদের উপর একটি রড ইটের কংক্রিট বা বালু ও নেই, কালবার্ডের উপর দিয়ে একটি সাইকেল কোন রকম গায়ের শক্তি দিয়ে পাড় করতে পারলে ও আর কোন যানবাহন পাড় করা যায় না। অথচ এ সড়কের দিয়ে প্রতিদিন চলাচল করে শতশত মানুষ ও যানবাহন, এ সড়কের কালবার্ডের এক কিলোমিটারের মধ্যে রয়েছে উত্তরে দারুল জান্নাহ মাহমুদিয়া বালকবালিকা মাদ্রাসা, উত্তর পশ্চিমে রয়েছে নীড বাংলাদেশ সরকারি প্রথমিক বিদ্যালয় ও ঈদগাহ মসজিদ মাদ্রাসা, দক্ষিণে রয়েছে নোয়াজির গৌ মাদ্রাসা দক্ষিণ পশ্চিমে রয়েছে সেনের হাট। এ এলাকার জনসাধারণের সাথে দাবি তাদের রাস্তা টি পৌরসভার মত গুরুত্বপূর্ণ এলাকায় কাঁচা তারা কালবার্ডটির দ্রুত সংস্কার ও রাস্তা টি পাকাকরণে জোর দাবি জানাচ্ছে।
এ এলাকার বাসিন্দা নিজাম উদ্দীন (৫০) বলেন এ কালবার্ডটির কারণে এলাকার নিত্য পণ্য বাজার ও এলাকার বিয়ে মেজবান করা যাচ্ছে না কারণ এখান দিয়ে কোন যানবাহন পাড় হচ্ছে না, আমরা দ্রুত কালবার্ডটির সংস্কার চাই। এ এলাকার বাসিন্দা আরিফ (৩৩) বলেন আমরা এলাকা বাসি দুই বছর আগে মেয়র কাউন্সিল কে বিষয়টি জানিয়েছি কিন্তু কোন সমাধান হয়নি।
এ বিষয়ে সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম দেশের বাহিরে থাকায় তার বক্তব্য পাওয়া যায় নি।