দেশ বার্তা প্রতিনিধি আবদুল হামিদ:৩ কোটি ২ লক্ষ টাকা ব্যায়ে মগধরা স্কুল এন্ড কলেজের ৪ তলা বিশিষ্ট দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ৪ জুন ২৩ বেলা ১০ টায় মগধরা স্কুল এন্ড কলেজে এ ভবন উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসাবে সুধী সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মগধরা স্কুল এন্ড কলেজের সভাপতি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য বিভাগের উপ- পরিচালক ডাক্তার মোঃ সাখাওয়াত উল্যাহ, মগধরা স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাকিবুল মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, মগধরা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদার হোসেন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মগধরা ইউপি সদস্য সাহেদ সারোয়ার শিমুল প্রমুখ। উপস্থিত ছিলেন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিরা।